ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

দোহারে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্প্রতি ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, হরিরামপুরের সহকারি শিক্ষা অফিসার নায়েব আলী, নবাবগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মারুফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিজিটাল জাতিয়করণকৃত প্রা: শিক্ষক সমিতির মহাসচিব আব্দুস সালাম মিয়া, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির দোহার উপজেলা শাখার সভাপতি মো.আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর দোহার উপজেলা শাখার সভাপতি নিরুপম গুহ চঞ্চল ও ঘাটা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা শিলা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহন করবে। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি