ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দোহারের প্রাণ পুরুষ কালিকা প্রসাদ ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত : ১০:১৪, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৪, ৯ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাম্প্রতিক সময়ে বাংলা লোক গানের অবিস্মরনীয় শিল্পী, গানের দল- দোহারের প্রাণ পুরুষ কালিকা প্রসাদ ভট্টাচার্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দোহারের শিল্পীদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কালিকাসহ ৬ জন আহত হন। পরে কালিকাপ্রসাদ মারা যান, আরো তিনজনের অবস্থা আশংকাজনক। তাঁর মৃত্যুতে দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কলকাতার সূত্রগুলো জানাচ্ছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্তোষ্ট্যিক্রিয়া হবে। শিলচরের ছেলে কালিকাপ্রসাদকে গোটা বাংলাই চেনে লোক সঙ্গীতের শিল্পী, গানের দলের সংগঠক আর বাংলা সঙ্গীতের সহজাত পন্ডিত হিসেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের শিক্ষার্থী/ ছাত্র কালিকা পড়ে হয়ে ওঠেন তাঁরই গড়ে তোলা গানের দল- দোহারের প্রাণ পুরুষ। এপার বাংলার লালন, হাছন রাজা, শাহ আবদুল করিম ছিল তাঁর সবটুকু জুড়ে। হাছন রাজার হাছন উদাসের সূচনা সঙ্গীতকেই জ্ঞান করতেন, তাঁর ও তাঁর দলের জীবন দর্শন হিসেবে। মনে করতেন প্রেমই হচ্ছে গানের প্রাণ। সেই প্রেম অবিনশ্বর। . শাহ আবদুল করিম তাঁর চেতনায় নাড়া দিয়েছিলেন প্রবলভাবে। শাহ আবদুল করিমের অসংখ্য গান তিনি সব্যাখ্যায় ছড়িয়ে দিয়েছেন বাংলাভাষীদের মাঝে। তিনি ঢাকায় এসেছিলেন, শিল্পী ভুপেনহাজারিকার শ্রদ্ধাপর্ন অনুষ্ঠানে। কালিকার পুরো প্রেম ছিল মানুষকে ঘিরেই। বিশ্বাস করতেনও তাই। বলতেন, বাউলের মুক্তি শুধু রাষ্ট্রের, দেশের বা সমাজের মুক্তিতে শেষ হয় না, তাঁরা আত্মমুক্তির পথ খোঁজেন। বিশ্বাস করতেন এই পৃথিবী একদিন মানুষের পৃথিবী হয়ে যাবে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি