ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হবে’

প্রকাশিত : ১৫:১৬, ২৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৩৪, ২৬ জানুয়ারি ২০১৯

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে যাত্রা শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে এ ওয়েজ বোর্ড বাস্তবায়নে কাজ চলছে।’ আজ শনিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে, আরও আলোচনা হবে। এখানে একটু জটিলতা আছে। এজন্য সবার একটু সহযোগিতা ও ত্যাগ করতে হবে।’
বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’
সেতুমন্ত্রী বলেন, ‘টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনলাইন নিউজ পোর্টাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোঁড়গুলো বাদ পড়ে যাবে। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে।’

এর আগে আজ বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ উপস্থিত ছিলেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি