ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ধোনিকে নিয়ে লতার আবেগঘন টুইট

প্রকাশিত : ০৯:০৪, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের দ্বাদশ আসরের পরই ব্যাট-প্যাড তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি। বহুদিন ধরেই এমন খবর হাওয়ায় ভাসছে। আর বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর ধোনির অবসর জল্পনা আরও জমাট বেঁধেছে। ধোনির অবসর নেওয়া উচিত বলে বিভিন্ন মহল থেকেও দাবি উঠেছে। এমন খবর শুনে আঁতকে উঠেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকার।

টুইটারে ধোনিকে অবসর না নেওয়ার অনুরোধ করেছেন লতা। কারণ ভারতীয় দলের এখনও তাকে প্রয়োজন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির নেতৃত্বে।

গত বুধবার সেমিফাইনালে ৪৯তম ওভারে আউট হওয়ার পরে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন ধোনি। ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পরে লতা মঙ্গেশকার টুইট করেন, ‘নমস্কার ধোনি। আজকাল আমি শুনছি, আপনি অবসর নিতে চান। দয়া করে এ রকম ভাববেন না। আপনাকে দরকার দেশের। এটা আমারও অনুরোধ, অবসরের কথা মাথায় আনবেন না।’

লতা মঙ্গেশকারের অনুরোধ এবার ধোনি রাখেন কি না সেটাই দেখার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি