নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫৪ কৃষাণীকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত : ২০:৪০, ১২ জুন ২০২২

কৃষিতে স্বাবলম্বী করে গড়ে তুলতে সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫৪ নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁর ধামইরহাট সরকারি এম এম কলেজের হলরুমে উপজেলার ১৫৪ জন অসহায় দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষাণীর মাঝে বসতভিটার, নেপিয়ার ঘাস চাষ, মিষ্টি আলু ও শিমুল আলু চাষের জন্য ৫ লাখ ৩০ হাজার ৫শ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে ধামইরহাট পৌরসভা, আড়ানগর ও ধামইরহাট ইউনিয়নের ৫০ জনকে সবজি চাষের জন্য প্রত্যেককে ৩ হাজার ৭৪৯ টাকা, নেপিয়ার ঘাস চাষের জন্য ২৯ জনকে ৩ হাজার ৫০০ টাকা, মিষ্টি আলু চাষের জন্য ৭০ জনকে ২ হাজার এবং শিমুল আলু চাষের জন্য ৫ জনকে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, হেক্স ইপার, সুইজারল্যান্ড মনিপটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মো. হেলাল উদ্দিন ফারাস, রিভাইভ ধামইরহাট উপজেলা অফিসার জয়ন্তী রাণী, সংস্থার সিডিও রাসেল হোসেন, ফজলে রাব্বী, সুমাইয়া আকতার, এনামুল হক, অমিত কুমার মুহুরী প্রমুখ।
কেআই//
আরও পড়ুন