ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নওগাঁয় ছাদ ধসে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁর একটি পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার দুপুরের দিকে জেলার  নিয়ামতপুর উপজেলার গাবতলীতে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুরের মায়াকুড়ি গাবতলী গ্রামের আনিছুর রহমান (৪০) ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলীনগর বাঙ্গাবাড়ি গ্রামের সুজন হোসেন (২৫)।

নিয়ামতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আজ দুপুরে গাবতলীতে আবুল সোনার পেট্রোল পাম্পের ছাদ ঢালাইয়ের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে ছাদের একপাশ ধসে পড়ে ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি