ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নতুন কোচ ছাড়াই কোহলিদের শ্রীলঙ্কা সফর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪১, ১১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের কোচ হতে আগ্রহী প্রার্থীদের কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দেশটির শ্রীলঙ্কা সফরও ঘনিয়ে আসছে। এই সফরের আগেই চূড়ান্ত হওয়ার কথা ছিল ভারতের পরবর্তী কোচ। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা না বলে সিদ্ধান্ত নিতে চায় না ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। তাই নতুন কোচ ছাড়াই তাই শ্রীলঙ্কা সফরে যাবে কোহলিবাহিনী।

ক্রিকেট উপদেষ্টা কমিটিতে আছেন তিন ভারতীয় গ্রেট শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণ। আগের মত এবারও ভারতের কোচ নির্বাচনের দায়িত্ব এই কমিটির।

আগ্রহী ১০ প্রার্থীর মধ্যে নিজেরা বাছাই করে তারা সাক্ষাৎকার নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন টম মুডি, রবি শাস্ত্রি, লালচাঁন রাজপুত, বীরেন্দ্র শেবাগ ও রিচার্ড পাইবাস। তবে ফিল সিমন্সকে ডাকা হলেও শেষ পর্যন্ত সাক্ষৎকার দিতে যাননি সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার।

প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সোমবার কমিটির হয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, শ্রীলঙ্কা সফর সপ্তাহখানেকের মধ্যেই। কোচ নির্বাচনে কোনো তাড়া দেখছেন না তারা। আমেরিকা থেকে বিরাট কোহলি ফিরলেই ওর সঙ্গে কথা বলতে চাই আমরা। আগে নিশ্চিত করতে হবে যেন চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সবাই একমত হতে পারে। কারণ, কোচ নিয়োগ হবে আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

কোহলির কোনো অভিমত নেই। আর উপদেষ্টা কমিটি মনে করে ক্রিকেটে অধিনায়কই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডে গত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই মেয়াদ শেষ হয় আগের কোচ অনিল কুম্বলের। বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত তার মেয়াদ বাড়ালেও কুম্বলে দায়িত্ব ছেড়ে দেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি