ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নতুন কোচ নতুন কিছু দেবেন : মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৫৪, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নতুন কোচ এরনেস্তো ভালভেরদের অধীনে সবকিছু নতুনভাবে শুরু হবে বলে মনে করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। একইসঙ্গে নতুন কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলেও জানান তিনি।

টোকিওতে একটি বাণিজ্যিক ইভেন্টে অংশ নিতে এসে মেসি নতুন কোচ নিয়ে বলেন, আমাদের সবকিছু নতুন হবে, তিনি একজন দারুণ মানুষ। দলের জন্য নতুন কিছু দেবেন তিনি।

ভালভেরদের অধীনে ২০১৭-১৮ মৌসুমের প্রাক প্রস্তুতি আগামী সপ্তাহে ইউভেন্তুসের বিপক্ষে শুরু করবে বার্সেলোনা। বার্সেলোনা থেকে লুইস এনরিকে চলে যাওয়ার পর ভালভেরদের হাতে দলের ভার এসে পড়ে।

বার্সেলোনা গত মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যও পূরণ হয়নি দলটির। নতুন মৌসুম সামনে রেখে দলের চাওয়াটা জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি