ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নতুন রূপে ক্রিশ্চিয়ানো রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৯ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের কারণে পর্তুগালে লম্বা একটা সময় ঘরবন্দি ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই সময়ে করোনার ঝুঁকি এড়াতে সেলুনে না গিয়ে বান্ধবী জর্জিনাকে দিয়ে চুল কাটিয়েছেন তিনি। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের অনুশীলনে যোগ দিতে ওই কাটিং নিয়ে তুরিনের বিমানে ওঠেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

এরপর নিয়ম মেনে ইতালিতে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন রোনালদো। সেই ধাপ শেষ করে সম্প্রতি নেমেছেন অনুশীলনে। আর সেখানেই তাকে দেখা গেল এই নতুন রূপে। 

যদিও এর আগে কয়েকবারই চুলের স্টাইল পরিবর্তন করে করতে দেখা যায় রোনালদোকে। তবে এবারের হেয়ার স্টাইলটা সবার নজরে আসে। এলোমেলো চুলের এই সেলফিও ভাইরাল হয়ে যায়। 

অনেকেই মনে করছেন, করোনার কারণে চুল কাটতে না পারায় এই স্টাইল ধরেছেন রোনালদো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি