ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

নতুন রেকর্ড গড়লেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

খেলায় অনেক ধরনের রেকর্ড হয়ে থাকে। বিশেষ করে ব্যক্তিগত অনেক রেকর্ড গড়েন অনেক। এবার এশিয়া কাপে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে অসাধারণ কিছু করতে পারেননি এই খেলোয়াড়। কিন্তু বাংলাদেশের পক্ষে একটি নতুন রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে ব্যাটিং ও বোলিংয়ের সূচনাকারী প্রথম বাংলাদেশি হলেন মিরাজ।

লিটন দাসের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে নামার পর বোলিংয়েও প্রথম ওভারটি করেন এ অফস্পিনার। বাংলাদেশের কোনো ক্রিকেটার এই প্রথম এমন শুরু করলেও বিশ্ব ক্রিকেটে কিন্তু এমন নজির রয়েছে অনেক অনেক। এমনকি বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে পর্যন্ত দুটি ওয়ানডেতে ব্যাটিং-বোলিং শুরু করেছেন।

সবচেয়ে বেশি এমন করেছেন ভারতের মনোজ প্রভাকর ও জিম্বাবুয়ের নেইল জনসন। তারা দুজনেই ছিলেন পেসার। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শ্রীলংকার তিলেকারত্নে দিলশানও অনেক ম্যাচ ব্যাট-বলে শুরু করেছেন। তারা দুজনেই স্পিনার।

এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি