ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নরসিংদীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরা উপজেলায় গ্রামবাসীর গণপিটুনীতে ডাকাত সন্দেহে কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার আগানগর খেয়াঘাটে এই ঘটনা ঘটে।

নিহত পিচ্চি কামাল উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালুকান্দি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আগানগর গ্রামে ডাকাতি প্রতিরোধে রাত জেগে নিয়মিত পাহাড়া দেয় গ্রামবাসী। শনিবার ভোরে একদল ডাকাত গ্রামে প্রবেশের সময় আগানগর খেয়াঘাটে তাদেরকে ধাওয়া করে গ্রামবাসী পিচ্চি কামালকে ধরে গণপিটুনি দেয় তারা। এ সময় গ্রামবাসীর ধারালো অস্ত্র, টেঁটা ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় পিচ্চি কামাল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের ছোট ভাই হানিফ মিয়া দাবি করেন, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে পিচ্চি কামালকে হত্যা করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহত পিচ্চি কামালের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি