ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নষ্ট হচ্ছে কয়েক হাজার মেট্রিক টন ইউরিয়া সার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ২২:১৭, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বগুড়ার সান্তাহারে বিসিআইসি’র বাফার গুদামে খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে কয়েক হাজার মেট্রিক টন ইউরিয়া সার। দীর্ঘদিন গুদামের বাইরে পড়ে থাকা এই সার হারাচ্ছে কার্যকারিতা। সারের রাসায়নিক মিশ্রিত পানিতে নষ্ট হচ্ছে আশপাশের ফসলি জমি। তবে এ’ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গুদাম কর্তৃপক্ষ।

প্রায় পাঁচ বছর ধরে এভাবে খোলা আকাশের নিচে পড়ে আছে কয়েক হাজার টন ইউরিয়া সার। রোদ-বৃষ্টি আর বাতাসে এরই মধ্যে তা জমাট বেঁধে হারিয়েছে কার্যকারিতা।

স্থানীয়দের অভিযোগ, সারগলা রাসায়নিক পানি জমিতে গিয়ে ক্ষতি হচ্ছে ফসলের। পরিবেশ ও মাটির গুণাগুণ নষ্টেরও আশঙ্কা তাদের।

গেলো বছর জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ১৮টি খামালে প্রায় ৩২ হাজার মেট্রিক টন সার খোলা আকাশের নিচে থেকে জমাট বেঁধে যাওয়ার কথা বলা হয়। সার গুদামজাতের ক্ষেত্রে যথাযথ নীতি অনুসরণ না করার কথাও উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে।

তবে এ’ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গুদামের ইনচার্জ। আর দারোয়ান জানালেন, গুদামে সাংবাদিকদের প্রবেশ নিষেধ।

১৬ হাজার টন ধারণ ক্ষমতার এই গুদামে প্রায় ২৮ হাজার মেট্রিক টন সার মজুদ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি