ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নানা বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তৃনমূলের নারী জনপ্রতিনিধিরা

প্রকাশিত : ১৪:৫০, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫০, ৮ মার্চ ২০১৭

নানা বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তৃনমূলের নারী জনপ্রতিনিধিরা। তবে দায়িত্ব পালনে নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রতিনিয়ত হয়রানীর শিকার হতে হচ্ছে বলেও জানান তারা। দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে দাবি উঠেছে এসব বাধা দূর করার। নারীর ক্ষমতায়নে হচ্ছে আন্দোলন। কাগজে কলমে নির্বাচতি নারী জনপ্রতিনিধিদের ক্ষমতাও দেয়া হচ্ছে। কিন্তু সে ক্ষমতার কতটুকু ব্যবহার করতে পারছে নারীরা? এমন প্রশ্নে হতাশারই উত্তর মেলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত নারীদের কাছ থেকে। নিজের যোগ্যতায়ই এসব নারীরা পৌছেছেন সমাজের উচু আসনে। স্থানীয় সরকারের একেবার তৃনমূল পর্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে কেউ হয়েছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার প্যানেল মেয়র, কেউ কাউন্সিলর। কেউ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেউবা ভাইস চেয়ারম্যান। আইনের মাধ্যমে রাষ্ট্র তাদের ক্ষমতা দিলেও প্রশাসনিক জটিলতা আর অসহযোগীতায় তারা দিতে পারছেন না, যোগ্যতার সঠিক পরিচয়। পদে পদে বাধা আর স্বার্থন্বেষী মহলের চাপের পড়ে পিছিয়ে পড়তে বাধ্য হচ্ছেন এসব নারীরা। তবে আশার কথা এই যে, আগের চেয়ে নারীদের কাজের ক্ষেত্র বাড়ায়, প্রতিকূলতা থাকলেও অদম্য সাহস আর মনোবল নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে নারীরা। কারো উপর নির্ভরতা চায়না নারী। শুধুমাত্র সহযোগীতা পেলেই, সমাজের সমস্যা নিরসন আর উন্নয়নে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি