নাফ নদীতে দুই দেশের যৌথ টহল
প্রকাশিত : ২৩:৩৫, ১৪ মার্চ ২০১৮
 
				
					কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে যৌথ টহল দিয়েছে বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপি।
বিজিবি জানায়, সকাল ১০ টার দিকে নাফনদীর টেকনাফ সদরে এই যৌথ টহল শুরু হয়। সৌর্হাদ্যপূর্ণ সহবস্থানের প্রত্যয়ে নাফ নদীতে যৌথ টহল সম্পন্ন হয়েছে।
মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশরোধসহ কোন সমস্যা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে দুই পক্ষ সচেষ্ট থাকবে বলেও জানায় বিজিবি।
টেকনাফ ২নম্বর বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, টেকনাফের নাজিরপাড়া হতে মিয়ানমারের প্রাংপ্র“ পর্যন্ত সৌর্হাদ্যপূণ্য যৌথ টহল হয়। পরে বিজিবি সদস্যরা বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি হয়ে ফিরে আসেন।
বিজিবি জানায়, উভয় দেশের সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জেলেদের বিষয়ে সমস্যার সৃষ্টি হলে পতাকা বৈঠকে তা সমাধানে দুই পক্ষ একমত হয়েছে।
এরআগে ২০১৮ সালের ৫ মার্চ নাফনদীর শাহপরীরদ্বীপ এলাকায় দুদেশের সীমান্তরক্ষীদের যৌথটহল হয়েছিল।
ভিডিও
আরও পড়ুন
 
				        
				    






























































