ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নামছেন মেসি, ৩ মাইলফলকের হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৩০ নভেম্বর ২০২২

লিওনেল মেসি

লিওনেল মেসি

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরে শঙ্কার যে কালো মেঘ জমেছিল, সেটা অনেকটাই কেটে গেছে মেক্সিকোর বিপক্ষে জয়ে। যদিও তারপরেও নিশ্চিন্তে থাকতে পারছেন না মেসি-ডি মারিয়ারা।

কারণ বুধবার দিবাগত রাতে লিওনেল মেসিদের সামনে রবার্ট লেভানডোস্কির পোল্যান্ড। আর্জেন্টিনার কাছে এই ম্যাচ বাঁচা-মরার লড়াই; জিততেই হবে। ড্র করলে আবার তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। সৌদি-মেক্সিকোর দিকে।

এদিকে, পোল্যান্ডের বিপক্ষে এমনই বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার আগে মেসির সামনে থাকছে তিনটি মাইলফলক স্পর্শের হাতছানি। 

এদিনই যে পেশাদার ফুটবল জীবনের ৯৯৯তম ম্যাচ খেলতে নামবেন লিও মেসি। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে ২২তম ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। আর নামলেই তিনি টপকে যাবেন দিয়েগো ম্যারাডোনাকে। 

কিংবদন্তীকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির যাবে তার দখলে। আর এমন ম্যাচে যদি মেসি গোল করেন, সে ক্ষেত্রেও মেসি টপকে যাবেন ম্যারাডোনাকে। সমান ৮ গোল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যৌথভাবে দুই নম্বরে আছেন মেসি। সামনে থাকবেন শুধু আরেক স্বদেশি গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)। 

স্বাভাবিকভাবেই এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে থাকবেন মেসি। চলতি বিশ্বকাপের দুই ম্যাচে দু’টি গোল করেছেন তিনি। তার পাস থেকে গোল করেছেন সতীর্থরাও। তাই মেসির কাছ থেকে আরও গোল দেখার আশায় ভক্তরা।

অন্যদিকে দু’টি ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে পোল্যান্ড। ১৯৮৬ সালের পরে বিশ্বকাপে এবারই প্রথম দ্বিতীয় পর্বের যোগ্যতা অর্জনের হাতছানি রয়েছে তাদের সামনেও।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি