ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৫, ১০ জুন ২০১৭

সাকিব-মাহমুদুল্লার জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে আবারো ছয়ে উঠে এলো টাইগাররা। এ জয়ে মাশরাফি বাহিনীর আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লীপু।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রূপকথার ম্যাচে ব্যাকফুট থেকে সাকিব-মাহমুদুল্লার জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে বাংরাদেশ। দলে এখন আর কোন একক খেলোয়াড়ের উপর নির্ভর নয়। প্রয়োজনে জ্বলে উঠতে পারে যে কেউ। যা একটি দল হয়ে খেলতে সাহায্য করে। এভাবে খেলতে পারলে যে কোন দলের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক লীপু।
শুধু সাকিব মাহমুদুল্লাহর ব্যাটিংই নয় লীপুর প্রশংসায় টাইগারদের বোলিংও। ১৩ রানে ৩ উইকেটে নেয়া মোসাদ্দেকে কৃতিত্ব দিলেন কিউইদের ৩’শর আগে বেধে রাখার জন্য। খেলার এ ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শই দিলেন লীপু।
সেমি ফাইনাল ফাইনাল কোন বাড়তি চার না নিয়ে একটি ম্যাচ হিসেবে চিন্তা করে নিজেদের গেম প্ল্যান মতো খেলার পরামর্শই দিলেন সাবেক এ অধিনায়ক।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি