ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

নিঝুমদ্বীপের দুর্গম চরে ৫০ লক্ষ কেওড়ার চারা রোপন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দুর্গম চরে সবুজ বেস্টনী করতে কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার নিঝুমদ্বীপের নতুন জেগে উঠা দুর্গম চর বাহারউদ্দিন (দমারচরে) কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মো. ফরিদ মিঞা জানান, নিঝুমদ্বীপ ও জাহাজমারার আশেপাশে মেঘনা নদীতে নতুন জেগে উঠা দুর্গম চরগুলোতে গত তিন মাসে প্রায় ৫০ লাখ কেওড়া গাছের চারা রোপন করা হয়েছে। ফলে বন ও বনভূমির আয়তন বৃদ্ধি পাবে।

উপ-প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, দুর্গম এ চরে বনবিভাগের মাঠ পর্যায়ের লোকজন সবুজ বেস্টুনী তৈরি করার লক্ষ্যে কেওড়া গাছের চারা রোপন করে যাচ্ছে। তিনি নতুন চর বাহা উদ্দিন, নতুন চর ইউনুস’সহ কয়েকটি চর পরিদর্শন করে কেওড়া গাছের চারা রোপন করেন।

তিনি আরও বলেন, উপকূলীয় সবুজ বেস্টনী কার্বনসিংক হিসেবে কাজ করবে, জীব বৈচিত্র সংরক্ষনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাছের প্রজজনন ক্ষেত্র তৈরি করে এখানকার মানুষের জীবনমানে পরিবর্তন ঘটাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলার সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষ্মীপুর জেলার সহকারি বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাবিবিয়া রেঞ্জ অফিসার নাহিদ হাসান, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস,এম সাইফুর রহমান প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি