ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

নেত্রকোণা হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত : ১১:৪১, ৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪১, ৯ ডিসেম্বর ২০১৬

নেত্রকোণা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে সরকারি কৃষি খামারে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেন। সেদিন আবু খাঁ, আব্দুর রশীদ ও সাত্তার নামে তিনজন শহীদ হন। দিবসটি উপলক্ষে জলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সদর মুক্তিযোদ্ধা ইউনিট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি