ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

নেদারল্যান্ডসের রটরডামে তুর্কি কনস্যুলেটের সামনে এরদোয়ান সমর্থকদের মিছিল-সমাবেশ

প্রকাশিত : ১১:৫৫, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৫৫, ১২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের রটরডামে তুর্কি কনস্যুলেটের সামনে এরদোয়ান সমর্থকদের মিছিল-সমাবেশ ভন্ডুল করে দিয়েছে ডাচ পুলিশ। এরদোগানের সমর্থকরা কনস্যুলেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে। পুলিশ সেখানে অবস্থান নিলে তারা পুলিশের ওপর বোতল ছুড়ে মারে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রখভঙ্গ করে দেয়। এর কয়েক ঘন্টা আগেই তুরস্কের এক মন্ত্রীকে কনস্যুলেটে ঢুকতে দেয়নি ডাচ কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসে তুর্কি প্রবাসীদের একটি সমাবেশে যোগ দিতে এসেছিলেন মন্ত্রী ফাতেমা বেতুল সায়ান কায়া। রটেরডাম মেয়র জানিয়েছেন, ওই মন্ত্রীকে জার্মানি পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনার পর ডাচদের ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এই মন্তব্যকে পাগলামি বলেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি