ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়ায় জমির বিরোধের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পানিপাড়া গ্রামের খবির উদ্দিন ও মিজান বিশ্বাসের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদুল (২৫) ও জাকির হোসেনসহ অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিজান বলেন, অরুনিমা পার্কের পাশে আমাদের জমিতে সেচের কাজের মেশিন বসাতে যাই। এ সময় খবিরের লোকজন আমাদের ওপর গুলি করে। তারা আমাদের মালামাল ভাংচুর করে।

পাল্টা অভিযোগ করে খবির বলেন, মিজানের লোকজন রাতে আমার জমি দখল করতে আসলে আমরা বাধা দিই। তারা আমাদের ওপর হামলা চালালে পার্কের প্রহরীরা ফাঁকা গুলি করে।

সংঘর্ষের ঘটনায় শনিবার বেলা ১১টার দিকেও কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, রাতে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখান পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি