ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নয় উইকেট হারিয়ে চাপে নেদারল্যান্ডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:২৫, ২৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের জোড়া আঘাত। ম্যাচ শুরুর প্রথম ২ বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। প্রথম বলেই বিক্রমজিৎ সিংকে ফেরানোর পর দ্বিতীয় বলেই বাস ডি লিডিকে নিজের দ্বিতীয় শিকার বানান এই স্পিড স্টার।

এরপর দলের রান ১৭ হতেই আরও দুই ইউকেট হারায় নেদারল্যান্ডস। রান আউট ঘুরিয়ে দেয় বাংলাদেশের ভাগ্যের চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ নয় উইকেট হারিয়ে ১০৫ রান।

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে এ ম্যাচে ব্যাটিংয়ে নামে সাকিবরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

সোমবার অস্ট্রেলিয়ার হোবার্টে মাঠে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৪ রান।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে নেদারল্যান্ডস। তাসকিনের দ্রুত গতির নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো জবাবই ছিল না তাদের কাছে। প্রথম ওভার থেকে মাত্র ৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় টাইগাররা।

বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দারুণ সূচানা করেন। তবে তা দীর্ঘ স্থায়ী হয়নি। পাওয়ারপ্লের শেষ দিকে এসে এলোমেলো হয়ে যায় ব্যাটিং লাইন। দলের ৪৩ ও ৪৭ রানের মধ্যে দুজন ওপেনারকে হারায় বাংলাদেশ।

দলীয় ৪৩ রানে পল ভ্যান মিকারেনের শিকার হন সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফিরে যান তিনি। পরের ওভারেই টিম প্রিঙ্গলের শিকারে পরিণত হন ওপেনার শান্ত। ২০ বলে ৪ চারে ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এরপর ক্রিজে নেমে থিতু হতে পারেননি লিটন দাস ও অধিনায়ক সাকিব। ৯ বল খেলে ৭ রান করে দলকে বিপদে ফেলে ফেরেন তিনি।

দলের ৭০ রানে ব্যাট হাতে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার সঙ্গে জুটি বেধে দলীয় রানের খাতা বড় করেন আফিফ। দলীয় ১২০ রানে ফিরেন যান সোহান। ১৮ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর আফিফও মাঠ ছেড়ে যান। ২৭ বলে ৩৮ রান করেন তিনি। এটিই দলের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ একক রান। এরপর মোসাদ্দেক ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। মোসাদ্দেকের ১২ বলে ২০ রানের ঝড়ো ইনিংসে ১৪৪ এ থামে বাংলাদেশের রানের চাকা।

ম্যাচে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন নেদারল্যান্ডসের ফন মিকেরেন ও ডি লেডস। এছাড়া একটি করে উইকেট নেন, টিম প্রিঙ্গল, শারিজ আহমেদ, লোগান ভ্যান বিক ও ফ্রেড ক্লাসেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি