ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পছন্দের পিচ বানিয়ে জয় পেয়েছে ভারত!

প্রকাশিত : ১১:০৪, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপযাত্রা শুরু করেছে ভারত। 

ভারতের এই জয়ে খুশি জোয়ারে ভাসছেন সমর্থকরা। আনন্দিত কোহলি- রোহিতরা। কিন্তু সেই রেশ না কাটতেই তাদের গায়ে কলঙ্কের কাদা ছিটকে লাগল।

অভিযোগ উঠেছে, নিজেদের পছন্দসই পিচ বানিয়ে উইকেট থেকে সুবিধা নিয়েছেন তারা। মনমতো উইকেট তৈরি করেই প্রোটিয়াদের বিপক্ষে জিতেছেন মেন ইন ব্লুরা।

এ নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, ভারতীয় দলের মতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট বানানো হয়েছে। তাদের দাবি, নিজেদের পছন্দের উইকেট বানিয়েই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।

একদল মনে করেন, আর্থিক দিক দিয়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে স্বচ্ছল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের মতো উইকেট তৈরি করার জন্য আইসিসিকে জোর করেছে বোর্ড। সেটা ফেলতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার সাউদাম্পটনে বিশ্বকাপের ৮ম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলীয় স্কোরবোর্ডে ২২৭ রান তুলতে সক্ষম হন প্রোটিয়ারা। ভারতীয়দের হয়ে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল একাই শিকার করেন ৪ ব্যাটসম্যান।

জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন কোহলি ব্রিগেড।

তথ্যসূত্র: স্পোর্টজেডউইকি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি