ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পঞ্চম কন্যার বাবা হলেন শহীদ আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

পাঁচ কন্যা সন্তানের সঙ্গে আফ্রিদি। ছবি: সংগৃহীত

পাঁচ কন্যা সন্তানের সঙ্গে আফ্রিদি। ছবি: সংগৃহীত

ফের বাবা হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এবারও আফ্রিদি-নাদিয়ার ঘর আলোকিত করে এসেছে কন্যা সন্তান। এর আগে চার কন্যার পিতা ছিলেন তিনি। এ নিয়ে পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সুখবরটি জানিয়েছেন আফ্রিদি নিজেই। সেখানে আফ্রিদি লিখেছেন, ‘স্রষ্টার অসীম দয়া ও কৃপা...আমি চারজন অপরূপ কন্যার পিতা ছিলাম, এখন তিনি আমাকে পঞ্চম কন্যা উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিচ্ছি।’

টুইটারে ওই পোস্টের সঙ্গে আফ্রিদি চার কন্যাকে নিয়ে নতুন অতিথির সঙ্গে তোলা একটি ছবিও দিয়েছেন। যে ছবি প্রকাশ হওয়ার পর তাতে অভিনন্দন আর শুভ কামনার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা।

আফ্রিদির আগের চার সন্তানের নাম- আকসা, আনসা, আজয়া ও আসমারা। পঞ্চম সন্তানের নাম এখনও ঠিক করেননি আফ্রিদি দম্পতি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আফ্রিদি কদিন পর ৪০ বছরে পা দেবেন। ২২ বছর ধরে খেলছেন ক্রিকেট। জাতীয় দলে না থাকলেও নিয়মিত খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে খেলে গেছেন আফ্রিদি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি