ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাকিস্তানে খেলতে যাচ্ছেন রোনালদিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৫৬, ৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নিরাপত্তা হুমকির মধ্যেই পাকিস্তানে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনহো। সঙ্গে আছেন এক সময়ের সাড়া জাগানো ডিফেন্ডার রবার্তো কার্লোসহ কয়েকজন তারকা ফুটবলার।

ফিফা র‌্যাংঙ্কিংয়ে ২০০ নম্বরে থাকা পাকিস্তানকে ফুটবলের প্রতি আকৃষ্ট করতেই প্রীতি ম্যাচে থাকছেন এই তারকা ফুটবলাররা।

দেশটির ফুটবল ফেডারেশনের আয়োজনে ১৫ ও ১৬ জুলাই যথাক্রমে করাচি এবং লাহোরে অনুষ্ঠিত হবে এই দুটি প্রদর্শনী ম্যাচ। ম্যাচে রোনালদিনহো নেতৃত্ব দেবেন ‘রোনালদিনহো অ্যান্ড ফ্রেন্ডস’ গ্রুপের। এই প্রীতি ম্যাচে অংশ নিতে যাওয়া অন্যান্য খেলোয়াড় হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রায়ান গিগস, ব্রাজিলীয় তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস, ডাচ তারকা জর্জ বোয়াটেং, সাবেক ফরাসি তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা এবং পর্তুগিজ তারকা লুইস বোয়া মোর্তে।

ক্রিকেটপাগল পাকিস্তানে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাওয়া নিয়ে রোনালদিনহো বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের ফুটবলে আকৃষ্ট করার এটি দারুণ সুযোগ। সূত্র: এএফপি

//আর//এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি