ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পাকিস্তানেও ইতিহাস গড়ল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ৪ নভেম্বর ২০১৯

সালমা খাতুন ও বিসমাহ মারুফ

সালমা খাতুন ও বিসমাহ মারুফ

ক্রিকেটারদের আন্দোলন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, বিসিবির গুরুত্বপূর্ণ কর্তাদের বিরুদ্ধে চলা সমালোচনা নিয়ে বেশ কঠিন একটা সময়ি অতিক্রম করছে দেশের ক্রিকেট। এসব ক্রান্তির মধ্যেও টাইগারদের মাঠের সময়টা কিন্তু দুর্দান্ত কাটছে, তা বলাই যায়। 

রোববার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও ঐতিহাসিক হাজারতম ম্যাচে ভারতকে তাদের মাটিতে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে আট ম্যাচ পরে বাংলাদেশের এটাই প্রথম জয়। একদিন পরই আজ (৪ নভেম্বর) পাকিস্তানের মাটিতেও ইতিহাস গড়লো বাংলাদেশ নারী দলও।

কেননা, এর আগে পাকিস্তানে গিয়ে কখনওই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই বন্ধ্যাত্ব ঘুচিয়ে আজ ইতিহাস গড়লেন রুমানা আহমেদ, ফরজানা হকরা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চ শেষে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাটিং করতে নেমে টাইগ্রেসদের দারুণ বোলিং-ফিল্ডিংয়ের সামনে নাহিদা খানের ৬৩ রানের কল্যাণে ৪৮.৪ ওভারে ২১০ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ তিনটি ও সালমা খাতুন দুই উইকেট নেন। তবে টাইগ্রেসরা রান আউট করেন প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে।
 
জবাব দিতে নেমে যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৯ রানেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে তারা। চারে নেমে ফারাজানা হক দারুণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে টেনে তোলেন সে অবস্থা থেকে। তবে শেষ দিকে মাত্র ১৮ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন করে ফেলে মেয়েরা।

শেষ উইকেট জুটিতে কঠিন রাস্তাটা পাড়ি দিয়েছেন বাংলাদেশের নয় নম্বর ব্যাটার জাহানারা আলম (৭) ও এগারো নম্বরে নামা নাহিদা আক্তার (৪)। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই জয়ের জন্য ২১১ রান তুলে ফেলে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের পক্ষে ফারাজান ৬ চারে সর্বোচ্চ ৬৭ রান করেন। আর ওপেনার মুর্শিদা খাতুন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। এছাড়া রুমানা আহমেদ ৩১, শারমিন সুলতানা ২৭ ও সানজিদা ইসলাম করেন ২০ রান।

এদিকে, এমন স্মরণীয় জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজটা ১-১ ড্র’তে শেষ হলো। প্রথম ওয়ানডে ম্যাচটা পাকিস্তান নারী দল জিতেছিল ২৯ রানে। এর আগে স্বাগতিকদের কাছে ৩-০ তে হেরে যায় টি-টোয়েন্টি সিরিজ।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি