ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। এরপর খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। পরেই তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে স্থায়ী অধিনায়ক করে ওই দুই সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। 

পাকিস্তানের এই দুই সফরের জন্য ৬ জন নতুন ক্রিকেটার ডাকা হয়েছে। তারা হলেন- আমের জামাল, সাঈম আইয়ূব, হাসিবুল্লাহ, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম ও মোহাম্মদ আরাফাত খান। এছাড়া আঘা সালমান ও জাহানদাদ খানকে টি-২০ দলে নেওয়া হয়েছে। 

এর আগে তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তার নেতৃত্বভার নিয়ে যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি ও শান মাসুদকে দেওয়া হয়। শাহিন ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু এক সিরিজ পরেই শাহিনের থেকে নেতৃত্বভার নিয়ে বাবরকে দেওয়া হয়। বাবরের দল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয়। এরপর বাবর নিজ থেকে নেতৃত্ব ছেড়ে দেন। 

বাবর নেতৃত্বে না থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ও টি-২০ দলে আছেন। তার সঙ্গে নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি আছেন অস্ট্রেলিয়া সিরিজের দলে। জিম্বাবুয়ে সিরিজে শাহনেওয়াজ ধানি, সুফিয়ান মকিম, তাইয়েব তাহিরের মতো ক্রিকেটারকে নেওয়া হয়েছে। 

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল: আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হ্যারিস রউফ, হাসেবুল্লাহ, কামরান ঘুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাঈম আইয়ূব, আঘা সালমান, শাহিন আফ্রিদি। 

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের টি-২০ দল: আরাফাত মিনহাস, বাবর আজম, হ্যারিস রউফ, হাসেবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, আঘা সালমান, শাহিন আফ্রিদি, সুফিয়ান মকিম, উসমান খান। 

পাকিস্তানের জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল: আমের জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়েল, বাবর আজম, ফয়সাল আকরাম, হ্যারিস রউফ, হাসেবুল্লাহ, কামরান ঘুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাঈম আইয়ূব, আঘা সালমান, শাহনেওয়াজ ধানি, তাইয়েব ইরফান।

পাকিস্তানের জিম্বাবুয়ে সফরের টি-২০ দল: আরাফাত মিনহাস, আহমেদ দানিয়েল, হ্যারিস রউফ, হাসেবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, আঘা সালমান, সুফিয়ান মকিম, উসমান খান, তাইয়েব তাহির। 

 এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি