ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১৪:৫৩, ৩১ মে ২০১৯

বিশ্বকাপের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে আজ শুক্রবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায়।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। তাই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ে চোখ তাদের। এছাড়া অতীত থেকেও সাহস সঞ্চার করতে পারেন তারা। কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, যেখানে পাকিস্তান জিতেছে ৩টি, উইন্ডিজ ৭টিতে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে পাকিস্তানকে। কারণ প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ। যারা কী না প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রান তুলে হৈচৈ ফেলে দিয়েছে। সাই হোপ মনে করেন বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সে ক্ষমতা রয়েছে। আর বিশ্বকাপে ৫০০ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজই পূরণ করবে। ওয়েস্ট ইন্ডিজের সুবিধা হলো দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি। দলে ১০ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। তাই ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছেন তারা।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো/কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি