ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ৪৬২ রানের জয়ের লক্ষ্য অজিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১০ অক্টোবর ২০১৮

দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে ৮৬২ রানের লক্ষ্য বেধে দিয়েছে পাকিস্তান। এজন্য তারা কমপক্ষে ১৩৭ ওভার ব্যাট করতে পারবে। চতুর্থ ইনিংসে খেলতে নেমে অজিদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান।

টেস্টের চতুর্থ দিনে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে।

এই ইনিংসে ইমাম-উল-হক ৪৮, হারিস সোহাইল ৩৯, আসাদ শফিক ৪১ রান করেন। অন্যদিকে জন হল্যান্ড ৩টি, ন্যাতান লায়ন ২টি ও মারনুস লাবুসেঙ্গি ১টি উইকেট লাভ করেন।

জয়ের জন্য ব্যাট করতে নেমে অজিরা ১৯ ওভারে ৫৯ রান সংগ্রহ করে কোনো উইকেট না হারিয়ে। এ্যারন ফিন্স ৩৩ ও উসমান খাজা ২৫ রানে ক্রিজে রয়েছেন। পরাজয় এড়াতে অজিদের কমপক্ষে আরো ১১৮ ওভার ব্যাট করতে হবে। এই ওভারগুলোর মধ্যে তারা আরও ৪০২ রান করতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে অজিরা। তাদের হাতে রয়েছে পুরো ১০টি উইকেট।

এরআগে পাকিস্তান প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজ (১২৬) এবং হারিস সোহেলের (১১০) জোড়া সেঞ্চুরি আর আসাদ শফিক (৮০) ও ইমাম-উল হকের (৭৬) ফিফটিতে ভর করে ৪৮২ রানের পাহাড় গড়ে।

আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে ২০২ রান। বিলাল ৬টি ও আব্বাস ৪ উইকেট নিয়ে অজিদের বড় সংগ্রহের পথ রুদ্ধ করে দেন। উসমান ৮৫ ও ফিন্স ৬২ রান করেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি