ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫০, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে।

শুক্রবার সকাল ৬টায় উপজেলার দাশুড়িয়ার সরইকান্দি এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রাজিবুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈশ্বরদী-নাটোর মহাসড়কে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তুলাভর্তি একটি ট্রাকের চালক নিহত হন। এছাড়া পাথর বোঝাই অপর ট্রাকের চালক ও হেলপার ইমরান হোসেন সোহান (২৮) ও আসলাম হোসেনকে (২৭) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তুলা বোঝাই ট্রাকের হেলপারকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন বলে জানা যায়।

একে// এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি