ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

পারমানবিক হামলার প্রাথমিক পদক্ষেপ ক্ষেপনাস্ত্র পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:০০, ১৫ মে ২০১৭

ক্ষেপনাস্ত্র পরীক্ষাকে শক্তিশালী পারমানবিক হামলা চালানোর প্রাথমিক পদক্ষেপ বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
সোমবার দেশটির রাষ্ট্রীয় এক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, বড় ধরনের পারমানবিক হামলা চালানোর প্রস্তুতি হিসেবে চলছে এসব ক্ষেপনাস্ত্র পরীক্ষা। চলমান উত্তেজনার মধ্যে রোববার আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। উত্তর-পশ্চিমাঞ্চলের কুসং উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এরআগে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান উত্তর কোরিয়ায় এক শীর্ষ কূটনীতিক।





   


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি