ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার বিষয়েও বাংলাদেশ সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪:১২, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:১২, ১২ মার্চ ২০১৭

শুধু নিজেদের নিরাপত্তাই নয়, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার বিষয়েও বাংলাদেশ সজাগ বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় শুরু হওয়া দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের তিনদিনের সম্মেলনের উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি। আর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল প্রধান বলেন, বিশ্বের প্রতিটি দেশই সন্ত্রাসের শিকার হচ্ছে। সন্ত্রাস নির্মূলে প্রতিটি দেশকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতা শীর্ষক দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের তিনদিনের সম্মেলন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। চিন, ভারত, নেপালসহ ১৪ দেশের পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন সম্মেলনে। এছাড়া ফেইসবুক, ইন্টারন্যাশনাল কমপ্লেক্স ফর ইনোভেশন-আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে যোগ দিয়েছেন। ঢাকার একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। পরে বাংলাদেশের পুলিশ প্রধান ও ইন্টারপোল প্রধান সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। ইন্টারপোল প্রধান বলেন, এই সম্মেলন সহযোগিতা ও তথ্য বিনিময়ের বিষয়ে আস্থা বাড়াবে। আন্ত:দেশীয় সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা নিয়ে কথা বলেন আইজিপি। ১৪টি কর্ম অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জঙ্গিবাদ, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ ও সন্ত্রাসী অর্থায়নসহ বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করবেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি