ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

প্রভূপদ মন্ডল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন যশোরের বাগডাঙ্গা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৫, ৩০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলে প্রভূপদ মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাগতিক নড়াইলের ভবানীপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম ফুটবল একাদশ বনাম যশোরের বাগডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা মাঠে গড়ানোর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এদিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে বাগডাঙ্গা ৫-৪ গোলে ভবানীপুর মুক্তিযোদ্ধা প্রজন্ম ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে টেলিভিশন পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, প্রয়াত প্রভূপদ মন্ডল ছেলে ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা বিশ্বজিত মন্ডল পিন্টু, সুজিত মন্ডল, শরীফ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিবর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুুর রশিদ মন্নু, বলাকা স্পোটিং ক্লাবের সভাপতি আরিফ নাছির, ইসমাঈল হোসেন লিটু, শেখ তিলাপ হোসেনসহ বিপুল সংখ্যক দর্শক।

বলাকা স্পোটিং ক্লাবের আয়োজনে গত ২২ সেপ্টেম্বর ১৬ দলীয় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি