প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী সেবা জোরদার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭:৩৮, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৮, ১৩ মার্চ ২০১৭
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী সেবা জোরদার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।
সিসিএসডি’র উদ্যোগে কক্সবাজার পরিবার পরিকল্পনা অধিদফতরের সহযোগিতায় আয়োজিত সভায় ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডাক্তার শেখ মোহাম্মদ শামীম ইকবাল। এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের লাইন পরিচালক ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ, আঞ্চলিক পরিচালক ডাক্তার শেখ রোকন উদ্দিন, কক্সবাজারের উপ পরিচালক ডাক্তার পিন্টু কান্তি ভট্টাচার্য।
আরও পড়ুন