প্রিয় সম্পাদকের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ১০:২৯, ১৬ আগস্ট ২০১৮
 
				
					স্বনামধন্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ের পাশে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গোলাম সারওয়ারের মরদেহ সকাল সোয়া ৮টার দিকে সমকাল কার্যালয়ে নেয়া হয়। সেখানে সহকর্মীরা তাদের প্রিয় সম্পাদকের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজা শেষে সকাল ৯টা ৩৫ মিনিটে শহীদ মিনারের উদ্দেশ্যে টেক্সটাইল মাঠ থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই সাংবাদিকের মরদেহ মঙ্গলবার দেশে আনা হয়।
দেশে আনার পর তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। এরপর বুধবার মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়ায়। সেখান থেকে মরদেহ ঢাকায় আনার পর বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নেয়া হয় সমকাল কার্যালয়ে।
এসএ/
 
				        
				    






























































