ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ফাইনালে উঠতে ঢাকার লক্ষ্য ১৪৩ রান

প্রকাশিত : ২০:২৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

টিকে থাকার ম্যাচ। একইসাথে জিতলেই ফাইনাল। স্নায়ু চাপে ঠাসা ম্যাচের প্রথম অংশে জয় হয়েছে ঢাকা ডায়নামাইটস বোলারদেরই। রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ফলে রংপুরও গুটিয়ে গেছে মাত্র ১৪২ রানে। ফলে ফাইনালে উঠতে ১৪৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস।


ঢাকার উইকেট আনপ্রেডিক্টেবল। আর তাই এই রানকে ছোট বা বড় বলার উপায় নেই। উইকেটের আচরণ ক্ষণে ক্ষণে বদল হয়। তবে ঢাকা ডায়নামাইটসের ব্যাটারদের শক্তির বিবেচনায় এই সংগ্রহকে বড় বলারও উপায় নেই।

ফাইনালে উঠতে দ্বিতীয় সুযোগ মাশরাফিদের। কুমিল্লার বিপক্ষে হারের পর শিরোপা লড়াইয়ে টিকে থাকতে যা করার এখন বোলার আর ফিল্ডারদেরই করতে হবে।

টস জিতে নেয়া সিদ্ধান্তটাকে সঠিকই প্রমাণ করেন সাকিব আল হাসানের দল। শুরুতে অবশ্য তেমনটা মনে হচ্ছিল না। অন্তত যতক্ষণ দুই ওপেনার ক্রিস গেইল এবং নাদিফ চৌধুরী ক্রিজে ছিলেন। গেইল তার সেরা ফর্মে নেই। এদিনও নিজেকে ফিরে পাননি। তবে ওপেনিংয়ে সুযোগ পেয়ে সেটাকে ভালোই কাজে লাগাচ্ছিলেন নাদিফ চৌধুরী। যদিও ইনিংসটাকে বেশ লম্বা করতে পারেননি তিনি। তবে তার ১২ বলে ২৭ রানের ইনিংস দারুণ শুরু এনে দেয় রংপুরকে। তিনি ফিরে যাওয়ার পরপরই তাকে অনুসরণ করেন ক্রিস গেইল। ওই ওভারেই চলতি বিপিএলের সর্বোচ্চ রানের মালিক রাইলি রুশোকে ফেরান রুবেল। সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে রংপুর।

রবি বোপারাকে সঙ্গে নিয়ে দলকে দিশা দেয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন। দলীয় ১০৬ রানে তাদের জুটি ভাঙেন কাজী অনিক। এরপর বিনি হাওয়েল দ্রুতই ফিরিয়ে দেন সাকিব আল হাসান। বিপর্যস্ত রংপুরের এক পাশ আগলে খেলতে থাকা রবি বোপারাকে আর কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি। অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে ফিরে যান বোপারা। এরই সাথে শেষ হয় রংপুরের ইনিংস।

স্কোর:
রংপুর রাইডার্স: ১৪২/১০ (১৯.৪)
ক্রিস গেইল ১৫ (১৩)
নাদিফ চৌধুরী ২৭ (১২)
মোহাম্মদ মিঠুন ৩৮ (২৭)
রাইলি রুশো ০ (১)
রবি বোপারা ৪৯ (৪৩)
বিনি হাওয়েল ৩ (৮)
মাশরাফি মুর্তজা ০ (৩)
নাহিদুল ইসলাম ৪ (৫)
ফরহাদ রেজা ২ (৩)
শফিউল ইসলাম ০ (২)
নাজমুল ইসলাম ০* (০)

বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩১-২
রুবেল হোসেন ৩.৪-১-২৩-৪
শুভাগত হোম ১-০-১৮-১
সাকিব আল হাসান ৪-১-২৯-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ৩-০-২১-২

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি