ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ফাগুন ফুলের কথা

ড. সালেহা কাদের

প্রকাশিত : ২০:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২০:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ফাগুনে না হয় ঝরেছি কিছু ফুল 
বিনিময়ে তোমরা থাক সুখে,
দক্ষিণা বাতাসে আমাদের সৌরভ
তোমাদের মাঝে থাকবে যুগে যুগে।

নতুন করে ফুটেছে যে কুড়ি, 
আমাদের রক্তে রাঙা রাজপথে,
তোমাদের সুবাসে ভরিয়ে দিও
হয়ে যেও সুখি বালিকার কানের দুল।

আমাদের স্বপ্ন তোমাদের মাঝে রেখে গেছি,
সবুজের বুকে লাল টকটকে সূর্যের পথ ধরে
আমারা ছিলাম আছি থাকবো 
তোমাদের মানস সরোবরে। 

লেখক- অধ্যক্ষ, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি