ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্স্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:০৯, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘একতাই বল যোগাযোগই সম্বল, শ্লোগান নিয়ে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল আয়োজনে ফার্স্ট  ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড.কাবরী গায়েন বলেন,বর্তমান সময়ে সাংবাদিকতার গুণগত পরিবর্তন হয়েছে। তাই সকল চ্যালেঞ্জ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে সব সাংবাদিকরা উদ্বিগ্ন।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি