ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফেসবুকে অপু-বুবলীর ঝগড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই আবার সুপারস্টার শাকিব খানের সন্তান জয় ও বীরের মা।

অপু বিশ্বাস শাকিবের প্রাক্তন স্ত্রী, আর বুবলী এখনও বর্তমান নাকি প্রাক্তন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সে যা-ই হোক, এবার শাকিবকে নিয়েই এই দুই নায়িকা ফেসবুকে ঝগড়ায় লিপ্ত হয়েছেন।

গত রোববার ছিল বুবলীর জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ পেয়েছে।

তেমনই এক সংবাদের শিরোনাম- ‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’।

আর এই সংবাদটি নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু। আর মঙ্গলবার এর সূত্রপাত করেছেন অপু।

ফেসবুক অ্যাকাউন্টে একাধিক হাসির ইমো জুড়ে দিয়ে সংবাদটি শেয়ার করে অপু লেখেন, ‘কী মজা, মজা।’

এদিকে নাম উল্লেখ না করলেও ফেসবুকে অপুর এমন খোঁচার জবাব বেশ কড়াভাবেই দিয়েছেন বুবলী।

অন্যের উদ্ধৃতি দিয়ে অপুকে ‘ওই বেটি’ বলে সম্বোধন করে বুধবার সকালে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বুবলী লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠলো ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে এটাই তো আপনার মজা, এতেই তো বোঝা যায় তার শয়নে স্বপনে শুধুই আপনি।” শেষে সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক হাসির ইমো।

বুবলীর খোঁচা দেয়া এমন স্ট্যাটাসে পর এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে আরেক স্ট্যাটাসে এর জবাবও দেন অপু। লেখেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি, বেটি বেটি বেটি।’

তাদের এমন খোঁচাখুঁচি দেখে নেটিজেনরা কেউ লিখছেন, ‘বেশ মজা পাচ্ছি।’ আবার কেউ লিখছেন ‘কি শুরু হইলো।’

দুজনের পোস্টে দুজনের ভক্ত-অনুরাগীরা এমন নানা মন্তব্য করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি