ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বদলে যাওয়া বেন স্টোকসের নেপথ্যে যিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৩, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ ৪৪ বছর অপেক্ষার পর বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ইংল্যান্ড। যে ইতিহাসের অন্যতম নায়কের নাম বেন স্টোকস। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও অবিশ্বাস্য ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে ১ উইকেটের অকল্পনীয় জয় উপহার দেন সেই স্টোকসই। নায়ক থেকে হয়ে যান মহানায়ক!

অথচ ইংলিশদের মহানায়ক হয়ে ওঠা এই বেন স্টোকসই এক সময় ছিলেন এক খলনায়ক। নানা অনিয়ম আর অপকর্মের কারণে সমালোচিত হওয়ার পাশাপাশি হয়েছিলেন নিষিদ্ধও। সেই বিতর্কিত জীবন পার করে রাতারাতি সুপারস্টার হওয়ার পেছনের গল্প সম্প্রতি ফাঁস করেন স্টোকস নিজেই। স্ত্রী ক্লেয়ার র‍্যাটক্লিফকে সব কৃতিত্ব দিলেন ইংলিশ অলরাউন্ডার।

এ বিষয়ে বেন স্টোকস বলেন, ক্লেয়ার আমার প্রিয় বন্ধু। জীবনের সব চড়াই-উতরাইয়ের মুহূর্তে ও-ই আমার পাশে থেকেছে, বুঝিয়েছে। সঙ্গে পরিবারের অন্যরাও ছিলেন। তবে ক্লেয়ার আমার পাশে যতক্ষণ থাকবে, ততক্ষণই আমি ভালো থাকব। আমার কাছে ও'র থেকে বড় কিছু নেই। ক্রিকেট আর ক্লেয়ারই আমার জীবন। যে শিক্ষা পেয়েছি, কোনও দিন ভুলব না।’

একইসঙ্গে বিদেশ সফরে থাকাকালীন স্ত্রী ক্লেয়ার আর সন্তানদের খুব মিস করেন বলেও জানান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

বেন স্টোকসের বিরুদ্ধে যত অভিযোগ- 

১. ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে একজনের ঘুষি মেরে চোখ ফাটিয়ে দেন। যে কারণে ৬ ম্যাচ নিষিদ্ধ হন। মূলত এই ঘটনা ঘটিয়েই লাইমলাইটে আসেন স্টোকস।

২. স্ন্যাপচ্যাটে হলিউড অভিনেত্রী কেটি প্রাইসের প্রতিবন্ধী ছেলে হার্ভেকে বিদ্রূপ করায় দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় ৩০ লাখ টাকা জরিমান দেন স্টোকস।

৩. গভীর রাতে রাস্তায় পুলিশের সঙ্গে ঝামেলা। যে কারণে জেলে যেতে হয় বেন স্টোকসকে।

৪. ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মদ্পান করে রাস্তায় মাতাল অবস্থায় ঘুরে বেড়ানোর অপরাধে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয় বেন স্টোকসকে।

৫. টেস্ট ম্যাচ চলাকালীন মদ খান? সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে বলেছিলেন ‘খাই’। কেন খান? ‘যথেষ্ট বড় হয়েছি। আমার বয়স ২৬ হল, এখন তো আর ১৪ বছরে কিশোর নই। তাছাড়া ডিনারের পর তো আর ডায়েট কোক খেতে পারব না।’ 

এমনকি, এক রাতে কত পেগ মদ খেতে পারেন? সাংবাদিকের এমন প্রশ্নেও স্টোকসের সরাসরি জবাব, ‘২০ পেগের পর মনে থাকে না।’

সূত্র: আজকাল

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি