ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বরগুনায় খোলা আকাশের নিচে ক্লাস পরীক্ষা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:১৫, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ভবন ঝুকিপূর্ণ হওয়ায় বরগুনার তালতলীতে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে শিক্ষার্থীদের লেখাপড়া। রোদ-বৃষ্টির মধ্যেই ক্লাস-পরীক্ষায় অংশ নিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। তবে ভবন নির্মাণ বিষয়ে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

মেনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভবনের নাজুক অবস্থায় ২০১৩ সালে ঝুকিপূর্ণ ঘোষণা করে শিক্ষার্থীদের ক্লাস বন্ধের নির্দেশ দেয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর এরপর বছরের পর বছর ক্লাস হচ্ছে স্কুলের খোলা মাঠে।

কখনো বৃষ্টি আবার কখনো প্রখর রোদে ক্লাস করছে শিক্ষার্থীরা। এতে অসুস্থ হওয়াসহ মনোযোগীও হতে পারছে না তারা।

এদিকে এ পর্যন্ত বরগুনার তালতলী উপজেলায় ১৮ টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান।

নতুন ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষার্থীরা ফিরে পাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি