ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বস্তাভর্তি টাকা নিয়ে উধাও সেই ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বস্তাভর্তি টাকা নিয়ে উধাও হওয়া সেই ভূমি কর্মকর্তা সেতাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুদকের একটি দল। বুধবার সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে বস্তায় ভরে পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের সমন্বিত একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর সেতাফুলকে পিরোজপুর থানায় সোপর্দ করেছে দুদক।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস সেতাফুলকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার বিকেলে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে সেতাফুল ইসলামের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পিরোজপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১৩ ডিসেম্বর তিনি পিরোজপুরে যোগদান করেন। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এরই মধ্যে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে বস্তায় ভরে পালিয়ে যান সেতাফুল ইসলাম। এর পর দুই দিনে তিনি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে বস্তায় ভরে নিয়ে গেছেন। এর আগে তিনি প্রায় আট কোটি টাকা সরিয়ে নেন। এরপর ১০ কোটি টাকা আত্মসাতের জন্য ব্যাংক চেক তৈরি করেছিলেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় তিনি পালিয়ে যান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সেতাফুল ইসলামের আত্মসাৎ করা অর্থের পরিমাণ অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাকে খুঁজে না পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি