ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে যুগ্ম সচিবসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৪ মে ২০১৭

২০১৬ সালে সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির ও পানি সম্পদ মন্ত্রাণালয়ের যুগ্ম সচিবসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

দুপুর সাড়ে ১২টার দিকে দুর্নীতি দমন কমিশনে হাজির হন তারা। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত সুনামগঞ্জে বাঁধে ক্ষয়ক্ষতির আশংকায় পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে তথ্য চায় দুদক। ১০ কার্যদিবসের মধ্যে তথ্য দেয়ার কথা থাকলেও সেটি ১০ মাস পরে জমা দেয়া হয় কমিশনে। সেখানে বাধ ভাঙ্গার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকেই দায়ী করা হয়। এই বিষয়ে সন্তুষ্ট না হওয়ায় প্রতিবেদন প্রেরণে বিলম্ব এবং বিষয়বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এরিমধ্যে সুনামগঞ্জের বাঁধ ভেঙ্গে হাওরাঞ্চলের অনেক এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি