ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৩ জুলাই ২০২১

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে সিকান্দার রাজার দল।

শুক্রবার হারারেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান। ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে (৩) বোল্ড করেন এই স্পিনার।

এরপর উইকেটরক্ষক রেগিস চাকাবাকে (১৪) নিজের প্রথম শিকার বানান সাকিব আল হাসান। দুই সতীর্থকে হারানোর পর ডিয়ন মায়ার্সকে নিয়ে ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন মাধেভেরে। তাদের এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ২১ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন মায়ার্স।

তবে টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি করে জিম্বাবুয়েকে টেনে নিতে থাকেন মাধেভেরে। শরিফুলের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭৩ রান করেন এই ওপেনার। তার আগে রাজাকে (৪) রান-আউট করেন সৌম্য সরকার।

শেষদিকে ১৯ বলে ২ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৪ রানের ক্যামিও উপহার দেন রায়ান বার্ল। ইনিংসের শেষ বলে লুক জংওয়েকে (২) নিজের তৃতীয় শিকার বানান শরিফুল।

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি