ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্টইন্ডিজ

প্রকাশিত : ১৭:৪৩, ৭ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে ডাবলিনের ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২৩ ওভারে দুই উইকেট  হারিয়ে ১০৮ রান।

পিঠের চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে আগের খেলায় সেঞ্চুরি পাওয়া ওপেনার জন ক্যাম্পবেল। তার জায়গায় শাই হোপের সঙ্গে ওপেনিংয়ে নামেন সুনিল অ্যামব্রিস। তবে অ্যামব্রিসকে হারিয়ে শাই হোপ এখন মাঠে আছেন রোস্টন চেসের সাথে। এর মধ্যে হোপ তার হাফ সেঞ্চুরী হাকিয়ে নিয়েছেন। আর চেস করেছেন ৭ বলে ১১ রান।

বাংলাদেশ নেমেছে বিশেষজ্ঞ দুই পেসার- মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে। তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর সাকিব আল হাসানের সঙ্গে স্পিনার হিসেবে একাদশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ নেমেছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার। এরপর সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুনকে নিয়ে ভারসাম্য ব্যাটিং লাইনআপ। শেষ দিকে দ্রুত রান তোলার জন্য আছেন সাব্বির রহমান ও সাইফউদ্দিন।

এনএমএসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি