ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশের যুবাদের বোলিংয়ে কোনঠাসা ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৩৪, ৪ অক্টোবর ২০১৮

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতকে বেশ করে চেপে ধরেছেন টাইগার বোলাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিশাদ-হৃদয়দের বোলিং তোপে ৭৭ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে ভারত।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে ভারত। খেলার শুরুতেই আঘাত হেনেছেন বাংলাদেশের শরিফুল ইসলাম। এ পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার দেবদূত পাদিক্কাল।

এর পর অবশ্য এই বিপর্যয় সামলে উঠেছিল ভারত। ৬৬ রানের জুটি গড়েন জাইসওয়াল আর অনুজ রাওয়াত। কিন্তু ৩৫ রান করা রাওয়াতকে ফিরিয়ে এই জুটিটি ভেঙেছেন অধিনায়ক তৌহিদ হৃদয়। আর এর পরই ভারতকে কোনঠাসা করে দেন টাইগার বোলাররা।

রিশাদ হোসেনের লেগস্পিনে শুন্য রানেই সাজঘরে চলে যান অধিনায়ক সিমরান সিং। এরপর জোশ রাথডকে (২) নিজের দ্বিতীয় শিকার বানান হৃদয়। আর পরের ওভারে সেট ব্যাটসম্যান জাইসওয়ালকে (৩৭) বোল্ড করে দেন রিশাদ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি