ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাংলাদেশের সংগ্রহ ২৫৫ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২৫, ১১ ডিসেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করেছে টাইগাররা। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-তামিমের দুর্দান্ত সেঞ্চুরি ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

ইনিংসের শুরুতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়া হয়েছিলেন লিটনকে । তবে সুস্থ হয়ে ফিরে ভালো কিছু করতে পারেননি। ব্যক্তিগত ৬ রানে তিনি কেমো পলের বলে আউট হন। এরপর খুব দ্রুতই কেমার রোচের বলে বোল্ড হন সাকিব আল হাসান। ৬২ বলে ৬টি চার ও একটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৫ রান করে বিদায় নেন তিনি।

এর পরে তেমন কেউ ভালো করতে পারেনি। ৫০ ওভার লড়াই করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে লাগবে ২৫৬ রান।

এছাড়া মাহমুদুল্লাহ করেন ৩০ রান। টপ অর্ডারের চার ব্যাটসম্যানের ভালো করায় বাংলাদেশের সংগ্রহ তিনশ` ছোয়া হবে বলেই মনে হচ্ছিল।

তবে মাহমুদুল্লাহর এরপর মিরাজ শেষ দিকে ১০ বলে করতে পারেন মাত্র ১০ রান। মাশরাফিও ব্যাটে ভালো করতে পারেননি। তিনি ১১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে আড়াইশ` ছাড়ানো সংগ্রহ করে।

বাংলাদেশ ইনিংসের ৪৮তম ওভারে নেয় ১১ রান। এরপর ৪৯তম ওভারে নিতে পারে মাত্র ১ রান। এরপর শেষ ওভার থেকে আসে মাত্র ২ রান। শেষ ১২ বলে ৩ রান আসায় থমকে যায় বাংলাদেশের স্কোরবোর্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ ম্যাচে ওসানে থমাস ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া বিশু ১০ ওভারে ২৭ রান নিয়ে নেন ১ উইকেট।

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ওপেনার কিয়েরণ পাওয়েলকে বসিয়ে চন্দ্রপল হ্যামরাজকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিশিরের কারণে পরে ব্যাট করলে বল সহজে ব্যাটে আসবে বলে মনে করেন উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশ এ ম্যাচে কোন পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে। এর আগের ম্যাচে বাংলাদেশ দল অধিনায়ক মাশরাফির ২০০তম ওয়ানডে জিতে স্মরণীয় করেছে। এবার তাদের সামনে আরেক উপলক্ষ্য। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর বাংলাদেশ দলের হয়ে একত্রে খেলা শততম ম্যাচ এটি।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি