ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘বাজারের সবখানেই অনিয়ম’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১৯ মে ২০২২ | আপডেট: ২২:১৫, ১৯ মে ২০২২

Ekushey Television Ltd.

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চোখে বাজারের সবখানেই অনিয়ম। তবে আইনের সীমাবদ্ধতায় অপরাধের তুলনায় শাস্তি দেয়া যাচ্ছে না বলে আক্ষেপ জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে পণ্যে ভেজাল মেশালে মৃত্যদণ্ডের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ আর অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের মজুদ ও ভেজালের দায়ে শাস্তিও দেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের মতবিনিময় সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, যেখানেই আমরা অভিযান চালাচ্ছি, সেখানেই মিলছে ভয়াবহ অনিয়মের চিত্র। 

উঠে আসে আইন সংশোধন করে ভেজাল খাদ্য বিক্রির দায়ে সর্বোচ্চ শাস্তির বিধান রাখার কথাও। 

প্রচলিত ভোক্তা অধিকার আইন অনুযায়ী সংশোধন হচ্ছে। আর নতুন আইন হলে অপরাধ কমে আসবে বলে মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় বাজারে অনিয়ম ঠেকাতে রাষ্ট্রের সকল সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদও দেন বক্তারা। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি