বাজেটের আকার বৃদ্ধি নয়, গুরুত্ব দিতে হবে বাস্তবায়নের (ভিডিও)
প্রকাশিত : ১১:৩০, ৪ জুন ২০১৯ | আপডেট: ১১:৪২, ৪ জুন ২০১৯

আসছে বাজেটে মন্ত্রিসভা অনুমোদিত। আর, চলতি অর্থবছরের এডিপির আকার অনুমোদন করা হয়েছিলো ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন কেবল আকার বৃদ্ধি নয় গুরুত্ব দিতে হবে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতায়।
২০১৯-২০ অর্থ বছরে বাজেট উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে ২লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা
চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপিতে বরাদ্দ ছিলো ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপি দাঁড়ায় ১ লাখ ৬৭ হাজার কোটি টাকায়।এই অর্থবছরের ১০ মাসে বাস্তবায়ন হয়েছে এডিপির ৫৪ দশমিক ৯৪ শতাংশ। এ সময়ে ব্যয় হয় অংকের হিসাবে ৯৭ হাজার ৩০ কোটি টাকা। গত বছর অথাৎ ২০১৭-১৮ অর্থবছরে একই সময়ে বাস্তবায়ন ছিলো ৫২ দশমিক ৪২ শতাংশ, ব্যয় হয়েছিল ৮২ হাজার ৬০৩ কোটি টাকা।
১০ মাসে এত কম প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক সহ বাস্তবায়ন প্রক্রিয়ার অদক্ষতাকে দায়ী করলেন এই বিশেষজ্ঞ।
(২০০৭-০৮ অর্থ বছরে তত্বাবধায়ক সরকারের উন্নয়ন বাজেট ছিল ২২ হাজার ৫শ কোটি টাকা।২০০৯-১০ অর্থ বছরে ৩০ হাজার ৫শ কোটি ,২০১৪-১৫ অর্থ বছরে ৬৪ হাজার ৯শ ১৭ কোটি এবং ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ ছিল ১লাখ ৪৮ হাজার ৩শ ৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।আর প্রস্তাব আসে ২লাখ ২ হাজার ৭শ ২১ কোটি টাকার এডিপিআপ।
বিশাল এই উন্নয়ন বাজেটে যোগন আসবে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা ,বৈদেশিক উৎস থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা।
এদিকে, পরিবহন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৫২ হাজার ৮০৬ কোটি টাকা, যা মোট এডিপির ২৬ দশমিক শূন্য ৫ শতাংশ। বিদ্যুত খাতে ২৬ হাজার ১৭ কোটি ১৩ লাখ টাকা, অবকাঠামোতে ২৪ হাজার ৩২৪ কোটি টাকা ধরা হয়েছে । শিক্ষা,রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র এবং তথ্য ও প্রযুক্তি খাতকেও অগ্রাধিকার দিচ্ছে সরকার।
এফবিসিসিআই সভাপতি বলছেন বড় বাজেটের আকার প্রমান করে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বেড়েছে।
বাজেট বড় হলেও বাস্তবায়নের হার কমছে বলে মন্তব্য করেন তত্ববধায়ক সরাকেরর এই সাবেক উপদেষ্টা।
এদিকে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ ২৯ হাজার ৭৭৬ কোটি, বিদ্যুত বিভাগ ২৬ হাজার ১৪ কোটি ৪৪ লাখ টাকা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৫ হাজার ১৬৩ কোটি ৩৬ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ে ১৫ হাজার ৯০৮ কোটি ৪৭ লাখ টাকা এবং রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়েছে ১২ হাজার ৫৯৮ কোটি ৬৪ লাখ টাকা। নতুন এডিপিতে মোট প্রকল্প সংখ্যা রয়েছে ১ হাজার ৫৬৪টি।
আরও পড়ুন