ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাড়ি ফিরে সৌরভ বললেন ‘জীবন ফিরে পেলাম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বুধবারই, কিন্তু নিজেই আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি। সেই মতো ভর্তির পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ।

কোলকাতার উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভারতের ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সবার উদ্দেশ্যে হাত নাড়েন ও ধন্যবাদ জানান। এ সময় হাসপাতালের সামনে সৌরভের প্রচুর ভক্ত উপস্থিত ছিলেন।

হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ভক্তদের ধন্যবাদ জানান সৌরভ। মুখে মাস্ক পরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সৌরভ বলেন, ‘এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যেভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে সৌরভের বেহালা রোডের বাড়ির সামনেও ভিড় জমান ‘মহারাজ’ ভক্তরা। বাড়ি ফিরে একবার সামনে বেরিয়ে আসেন তিনি। তখন তিনি বলেন, ‘আমি ভাল আছি, জীবন ফিরে পেয়েছি। ধন্যবাদ।’

সৌরভের বাড়ি ফেরা প্রসঙ্গে হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘আমরা ভীষণ খুশি। সৌরভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। যদিও তার হার্টে আরও দুটি ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই মাইনর। পরে কোনও সময় সেটার চিকিৎসা করিয়ে নিলেই হবে।’

বাড়ি ফিরলেও সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। দুই সপ্তাহ পর তাঁর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। এই ১৫ দিন রেড মিট, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। 

নিয়ন্ত্রিতভাবে হাঁটা চলার সঙ্গে বেশিরভাগ সময়ই সৌরভকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি