বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
প্রকাশিত : ১৮:০৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৬, ১১ মার্চ ২০১৭
বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি-পাস কোর্স করা শিক্ষানবিশ আইনজীবিরা। মানববন্ধনে বক্তারা জানান, ২০১৪ সাল থেকে বেসরকারি বিশ্ববিধ্যালয়গুলোকে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন দেয়া বন্ধ রাখায় ভোগান্তিতে পড়ে হাজারো শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা অংশ নেয়।
আরও পড়ুন